
রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরস্থ মন্ডল বাড়িতে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল পীরগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সেবুর আয়োজনে ও তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন- পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগাঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, জামতলা মাদ্রাসার মুহতামিম রেজাউল করিম, প্রবীণ ব্যক্তি নুরুল ইসলাম, শিক্ষক রফিকুল ইসলাম, অধ্যক্ষ পেয়ারা হোসেন, রংপুর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ, পীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন, সাংগাঠনিক সম্পাদক করিম সরকার, জেলা কৃষক দলের সভাপতি আনোয়ার সাহদত প্রমুখ।