
বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আব্দুল্লাহ আল রাসেল। ১১ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় মোট ৬৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে শিক্ষা ক্যাডারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম স্থান অর্জন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামের সন্তান আব্দুল্লাহ আল রাসেল। তিনি ওই গ্রামের কৃষক সায়েম উদ্দিন ও গৃহিণী কমলা খাতুন দম্পতির সন্তান।
আব্দুল্লাহ আল রাসেল ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে সিজিপিএ ৩.৩৩ পেয়ে স্নাতক এবং ২০২২ সালে একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে সিজিপিএ ৩.৩৫ পেয়ে স্নাতোকোত্তর সম্পন্ন করেন। এর আগে তিনি ২০১৪ সালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর আলিম মাদ্রাসা থেকে মানবিক বিভাগে এসএসসি (দাখিল) পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০১৬ সালে একই মাদ্রাসা থেকে এইচএসসি (আলিম) পরীক্ষায় জিপিএ-৪.৬৪ পেয়ে উত্তীর্ণ হন।
আব্দুল্লাহ আল রাসেল বলেন, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, যিনি আমাকে এই সাফল্য অর্জনের তৌফিক দিয়েছেন। পরিবারের নিরলস সহযোগিতা আর শিক্ষকদের অনুপ্রেরণাই আমাকে এখানে এনেছে। মাদ্রাসা থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এবং এখন বিভাগে প্রথম হওয়া, এটা শুধু আমার নয়, আমাদের অঞ্চলের তরুণদের জন্যও এক অনুপ্রেরণা। আমি চাই, গ্রামের মেধাবী ছেলেমেয়েরা যেন আত্মবিশ্বাস নিয়ে বড় স্বপ্ন দেখতে শেখে।