ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কালিয়াকৈরে বই মেলার উদ্বোধন

কালিয়াকৈরে বই মেলার উদ্বোধন

বই মোদের স্বপ্নের তরী, জ্ঞান সমুদ্র দেব পাড়ি- এই স্লোগানকে ধারণ করে গাজীপুরের কালিয়াকৈরে তিনদিনব্যাপী আইডিয়াল বই মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সফিপুর এলাকায় সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও তিনদিনব্যাপী আইডিয়াল বই মেলার আয়োজন করেছে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ। গতকাল বৃহস্পতিবার সকালে এই বই মেলার উদ্বোধন করেন ওই স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। গতকাল বৃহস্পতিবার থেকে আগামী রোববার পর্যন্ত এ বই মেলা চলবে। মেলায় প্রাথমিক শাখার ২টি, নিম্ন মাধ্যমিক শাখার ১টি, মাধ্যমিক শাখার ১টি ও কলেজ শাখার ২টি মোট ৬টি বই স্টল রয়েছে। এগুলো হচ্ছে অগ্নিবীনা, বনলতা সেন, সোনালী কাবিন, সোনার তরী, নকশী কাঁথার মাঠ ও বিষাদ সিন্ধু বই ঘর। এসব স্টলে সাজানো-গোছানো রয়েছে বিভিন্ন লেখকের শত শত বই। এছাড়াও মেলাটি আরও আকর্ষণীয় হিসেবে রাখা হয়েছে লেখক কর্ণার। সেখানে বিভিন্ন কবিও লেখকদের ছবি ও লেখার পাতা টানানো রয়েছে। এই মেলার প্রতিটি স্টলে ভীড় জমায় ওই প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন এলাকার দর্শনার্থীসহ বইপ্রেমীরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কথা সাহিত্যিক অমূল্য সরকার অমল, দৈনিক যুগান্তরের প্রতিনিধি সরকার আব্দুল আলীম, জনকণ্ঠের প্রতিনিধি ইমারত হোসেন, কালের কণ্ঠের প্রতিনিধি মাহাবুব হাসান মেহেদী, দেশ রুপান্তরের প্রতিনিধি সাগর আহাম্মেদ প্রমুখ। সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বই আমাদের শ্রেষ্ঠ সম্পদ। আমরা সবাই বই ভালবাসি। আমরা বই যদি না পড়তাম তাহলে এই সভ্য জগতে আসতে পারতাম না। তাই শিক্ষার আলো, বিশ্বসহ বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছরই আইডিয়াল বই মেলার আয়োজন করে থাকি। তিনদিনব্যাপী এই মেলা চলবে। এ সময় তার শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শক বইপ্রেমীদের বই মেলায় আসার আমন্ত্রণ জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত