ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দিনাজপুরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

দিনাজপুরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

দিনাজপুর পৌর এলাকায় ১২ কোটি ৩ লাখ ব্যয়ে রাস্তা ও ড্রেন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এই প্রকল্পের অধীনে শহরের মডার্ন মোড় থেকে চাউলিয়াপট্টি মোড় হয়ে সাধুরঘাট, চাউলিয়াপট্টি মোড় হতে লালবাগ পর্যন্ত এক কিলোমিটার রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। গতকাল বৃহস্পতিবার প্রকল্পের উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান।

এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মীর তোফাজ্জল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী ময়েজ উদ্দিন, প্রকল্পের সিনিয়র মিউনিসিপ্যাল প্রকৌশলী মর্তুজা রেজা, মিউনিসিপ্যাল প্রকৌশলী মুশফিকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু, ঠিকাদারি প্রতিষ্ঠান নিপা এন্টারপ্রাইজ জেভিআরএ-র স্বত্বাধিকারী খানসামা উপজেলার ভাবকী ইউপি চেয়ারম্যান মো. রবিউল আলম তুহিন ও আরেক স্বত্বাধিকারী মো. হবিবুর রহমান, পৌরসভার কার্যসহকারী মোক্তার আলম, মো. আবু বকর সিদ্দিক জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে পৌর এলাকার মানুষের জীবন মান উন্নয়ন হবে, পথচারী ও যানচলাচল সহজ হবে এবং এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে। তিনি আরও জানান, এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩ লাখ ৯০৬ টাকা। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ডিসেম্বরে এই নির্মাণ কাজ শেষ হবে। নির্মাণ কাজ উদ্বোধন শেষে মোনাজাত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত