
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোট এবং উভয় কক্ষে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারীর মধ্যে অবাধ, সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় নগরী রংপুরে গতকাল শুক্রবার বাদ জু’মআ এক বিরাট বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই জাতীয় সনদের ভিত্তি দিতে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে অবাধ, সুষ্ঠু ভাবে গ্রহণযোগ্য সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে জাতীয় সংসদ নির্বাচন, ফ্যাসিষ্ট সরকারের সব জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীর্তির দৃশ্যমান বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে এই বিক্ষোভণ্ডসমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব, গ্রান্ড হোটেল মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
৫ দফা দাবিতে আয়োজিত সমাবেশে বক্তাগন বলেন, নবেম্বরে গণভোটসহ নির্বাচনের আগেই বিগত ফ্যাসিষ্ট সরকারের জুলুম, নির্যাতন, গনহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার অবশ্যই করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা নির্বাচনি এলাকার জামায়াত মনোনিত এমপি প্রার্থী ও রংপুর মহানগরী শাখার আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতে ইসলামর রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, মহানগর সহকারী সেক্রেটারি ও রংপুর-১ গঙ্গাচড়া-সদর আংশিক নির্বাচনি এলাকার জামায়াত মনোনীত এমপি প্রার্থী রায়হান সিরাজী ও মহানগর সহকারী সেক্রেটারি আল আমীন হাসান এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।