ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তারেক রহমানের নেতৃত্বে জুলাই বিপ্লব হয়েছে

বিএনপি নেতা আবুল কালাম
তারেক রহমানের নেতৃত্বে জুলাই বিপ্লব হয়েছে

কুমিল্লা ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, ১৮ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গসংগঠনের আমরা যারা এই দলটি করেছি, আমরা এভাবে একত্রিত হতে পারিনি। মতবিনিময় করতে পারিনি, সভা-সমাবেশ করতে পারেনি। মা-বোন যারা আছেন তারা তাদের সন্তানকে হারিয়েছেন , সন্তান তার মায়ের চোখের সামনে নির্যাতিত হয়েছে। চোখের সামনে সন্তানকে ধরে নিয়ে গিয়ে কারা নির্যাতন করা হয়েছে।

দীর্ঘদিন মা তার সন্তানকে দেখতে পায়নি। বোন তার স্বামীকে দেখতে পায়নি। আজকে তারেক রহমানের ১৮ বছরের আন্দোলন সংগ্রামের ফসল জুলাই-আগস্টের বিপ্লব। এই বিপ্লবের মহানায়ক দেশ নায়ক তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে এই জুলাই-আগস্ট বিপ্লব ঘটেছে।

তিনি দীর্ঘ ১৮ বছর এমন একটি দিনের জন্য অপেক্ষা করেছেন। তাই এই দিনটি যখন আসলো আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা সেই নির্বাচনের অপেক্ষায়। গতকাল শুক্রবার লাকসামের আজগরা ইউনিয়নের বড়বাম ফাজিল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রার্থী আবুল কালাম বলেন, দেশনায়ক তারেক রহমানের সালাম নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। এই সালাম খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রাম, নির্যাতন, মামলা-হামলা, গুম-খুন, ত্যাগ স্বীকার করে এই দিনটির জন্য যিনি নিরলস নেতৃত্ব দিয়ে আসছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে ধানের শীষের সালাম দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আজকে সেই ধানের শীষের সালাম নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। তিনি আরও বলেন, বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। আমাকে জয়ী করলে লাকসামের চিকিৎসা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করা হবে। কুমিল্লা বিভাগ হবে। ২০০৪ সালে বেগম খালেদা জিয়া কুমিল্লা বিভাগের ঘোষণা দিয়েছেন। আমি জয়ী হলে লাকসামকে জেলায় রূপান্তর করব। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করণের মধ্য দিয়ে সমাজে নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

বিএনপির প্রার্থী বলেন, ধানের শীষের নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাত-সাতটি বছর জেল খেটেছেন, এই ৮০-৮১ বছর বয়সে। বিনা চিকিৎসায় মৃত্যুরশয্যায়। নিশ্চিত মৃত্যু থেকে তিনি ছয়বার বেঁচে গেছেন। আগামী নির্বাচনে সেই ধানের শীষকে জয়ী করতে হবে। লাকসাম-মনোহনগঞ্জকে নিয়ে নিজের কর্মপরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, লাকসাম নওয়াব ফয়জুন্নেসা যে কলেজ আছে, আমি জয়ী হলে সেই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। লাকসামে কোন মহিলা কলেজ নেই, আমি জয়ী হলে এখানে একটি মহিলা কলেজ করা হবে। নবাব ফয়জুন্নেছা কলেজে বিশ্ববিদ্যালয়ের মান অলরেডি চলমান। এত বড় জায়গা আর কোথাও পাওয়া যাবে না।

আবুল কালাম বলেন, লাকসাম-মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আবুল কালাম বলেন, আমি জয়ী হলে আমার এলাকায় মাদক নির্মূল করা হবে। এলাকায় কোন টেন্ডারবাজ থাকবে না, কোন চাঁদাবাজ থাকবে না।

লাকসাম-মনোহরগঞ্জে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে এ সময় ইউনিয়ন ও ওয়ার্ডের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত