ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আগে গণভোট পরে জাতীয় নির্বাচন

জামায়াত নেতা এটিএম মাসুম
আগে গণভোট পরে জাতীয় নির্বাচন

গতকাল শুক্রবার নোয়াখালীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনকে কেন্দ্র করে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এর আয়োজন করেছে নোয়াখালী শহর জামায়াত। এ সময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ এ সব কথা বলেন নেতারা। বিক্ষোভ মিছিল টি শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে পৌরবাজার এসে সমাপ্তি ঘটে।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম মাসুম বলেন, প্রধান উপদেষ্টা তার ভাষণের মাধ্যমে একটি জাতি কে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এটাকি জাতির সঙ্গে কোনো ভালো আচরণ করেছেন নাকি জাতির সাথে এটা মশকরা করেছেন। একেই জাতীয় নির্বাচন ও গণভোট এটা জাতির সঙ্গে কেমন আচরণ আমরা জানতে চাই। জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকারে এদেশের জনগণ আবদ্ধ হয়। আমাদের পক্ষ থেকে আমরা এই সনদকে আদর্শ মাধ্যম এবং পরবর্তীতে গণভোটের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দেয়ার জন্য দাবী জানিয়েছিলাম। এই দাবীতে আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম তখন একটি দল বলছিলেন ‘এগুলো তো আলোচনার পথে থাকার কথা, জামায়াত এগুলোকে রাজপথে কেনো নিয়ে যাচ্ছে’। গতকাল (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টার ভাষণের পর আপনারা বুঝতে পেরেছেন আমাদের আন্দোলনের যৌক্তিকতা কি। আমরা আগেই সন্দেহ করেছিলাম প্রধান উপদেষ্টার আশপাশে এমন কিছু কুচক্রী মহল আছেন যারা এই দেশকে অতীতেও সঠিক পথে চলতে দেয়নি আর ভবিষ্যতেও এই দেশকে সঠিক পথে চলতে দেবে না। আমরা এই চক্রান্ত আঁচ করতে পেরে পাঁচ দফা দাবির ভিত্তিতে রাজপথে আন্দোলন শুরু করি। এই আশংকার জেরে আমাদের সঙ্গে আরও কয়েকটি ইসলামি দল রাজপথের আন্দোলনে সামিল হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত