ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না’

‘চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না’

কুমিল্লা-১ নির্বাচনি এলাকার দাউদকান্দি ও মেঘনা উপজেলায় কোনো সিএনজি স্ট্যান্ড, বাসস্ট্যান্ড বা পরিবহনকেন্দ্রে ‘জিবি’ নামে অবৈধ টাকা উত্তোলন বা চাঁদাবাজির মতো বেআইনি কার্যক্রম চলবে না, এ মর্মে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন। গতকাল শনিবার তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে প্রকাশিত এক বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দৃঢ় অনুরোধ জানান। তিনি বলেন, এই ধরনের অবৈধ অর্থ আদায়, চাঁদাবাজি বা হয়রানিমূলক কার্যকলাপে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়।

ড. মারুফ আরও জানান, দাউদকান্দি ও মেঘনা এলাকায় চলমান পরিবহন ব্যবস্থাকে জিম্মি করে কোনো প্রভাবশালী মহল যাতে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। স্থানীয় পরিবহন সংশ্লিষ্টরা জানান, মাঝে মধ্যে কিছু ব্যক্তি ‘জিবি’ নামে টাকা আদায়ের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছিল। এ ধরনের কার্যকলাপ বন্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণায় সাধারণ মানুষ ও চালক শ্রমিকরা স্বস্তি প্রকাশ করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত