ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

টেকনাফে ডাকাত আতঙ্কে মসজিদে রাতযাপন

টেকনাফে ডাকাত আতঙ্কে মসজিদে রাতযাপন

ডাকাত আতঙ্কে কনকনে শীতের মধ্যে চরম উৎকণ্ঠায় মসজিদে রাত কাটাচ্ছেন শতাধিক গ্রামবাসী। টেকনাফ উপজেলার উপকূলীয় ইউনিয়ন পাহাড় ঘেঁষা চৌকিদারপাড়ার অদূরে বাহারছড়া পুলিশ ফাঁড়িও রয়েছে। তারপরও টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়া গ্রামের শতাধিক হতভাগা বাসিন্দা রাত কাটাচ্ছেন চরম আতঙ্কে।

তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ডাকাত দলের ভয়ে গ্রামবাসীরা প্রতিদিন রাত হলে সঙ্গে সঙ্গে নিজেদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন স্থানীয় মসজিদের উঠান ও বারান্দায়। শিশু, নারী ও বৃদ্ধসহ স্থানীয়দের রাত কাটাতে হচ্ছে খোলা জায়গায়, অন্ধকারে, চরম অসহায় অবস্থায়। মশার যন্ত্রণায় নারী-শিশুরা সারারাত তন্দ্রাঘোরে থাকে।

স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস ধরে এলাকায় ডাকাতদের তৎপরতা বেড়েছে। রাতের বেলায় তারা জঙ্গলে ধরে নিয়ে যায়। গুলি ছোড়া, বাড়ি-ঘরে হামলার চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের কারণে কারওপক্ষে নিজের ঘরে অবস্থান করা সম্ভব হচ্ছে না। ফলে ঘরে তালা লাগিয়ে মসজিদে রাত কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

তারা জানিয়েছেন, বিষয়টি বারবার রাজনৈতিক নেতাদের, ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষ এবং থানা-ফাঁড়ি পুলিশের কাছে জানানো হলেও কোনো কার্যকর সহযোগিতা পাওয়া যায়নি। গ্রামবাসীর দাবি, চৌকিদারপাড়া এলাকায় একটি যৌথ চেকপোস্ট স্থাপন এবং রাতে বিজিবি-পুলিশের যৌথ টহল দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এতে অন্তত স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত