
মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর পুকুরে ভাসমান অবস্থায় সাইফুল ইসলাম মুন্সী (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সকালে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনি কাজী বাড়ির পেছনে পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। সাইফুল একই উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের স্ন্যানঘাটা গ্রামের শামসুল হক মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে শেষে ৩ বছর আগে দেশে আসেন। পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর সাইফুলকে ফোন করে ডেকে নেন অজ্ঞাত এক ব্যক্তি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গতকাল শুক্রবার সকালে কাজী বাড়ির পিছনের পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে কালকিনি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।