
ঝিনাইদহে পানিতে ডুবে আবরাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকার শনিবার সকালে জেলার শৈলকুপা পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আবরাম ওই গ্রামের মুরগী ব্যবসায়ী আজাদ মৃধার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে শিশু আবরাম খেলতে খেলতে বাড়ির নিচে কুমার নদে কচুড়িপানার ফুল তুলতে গিয়ে সে ডুবে যায়।