
কুমিল্লায় ঝটিকা মিছিলের প্রস্তুতি ও নাশকতার পরিকল্পনাকালে পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ও গতকাল রোববার ভোরে কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, গ্রেপ্তারা আইনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন এলাকা থেকে ২৯ জন এবং জেলার অন্যান্য এলাকা থেকে আরও ১৫ জনসহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে।