
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কৃষক দলেরসহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়ার সমর্থকরা। গতকাল রোববার বিকালে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সহস্রাধিক নেতাকর্মীরা বয়কট স্লোগান, ব্যানার-প্ল্যাকার্ড ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছবি সংবলিত পোস্টার হাতে সড়কে অবস্থান নেন। তারা খৈয়মের মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট আসলাম মিয়াকে প্রার্থী ঘোষণার দাবি জানান। অবরোধকারীরা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং কয়েকজন কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদ জানান। প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ থাকায় ত্রিমুখী দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হন। পরে বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন নেতাকর্মীরা।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ বলেন, বিএনপির তৃণমূল কর্মীরা ক্ষুব্ধ। মাঠে-ময়দানে যারা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, সেই নেতা আসলাম মিয়াকে বাদ দিয়ে সংস্কারপন্থি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে মনোনয়ন দেওয়া হয়েছে, যার ফলে কর্মীদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। নেতাদের উচিত দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে চাপিয়ে দেওয়া মনোনয়ন আমরা মেনে নেব না। এই আসনে প্রকৃত জনপ্রিয় প্রার্থী অ্যাডভোকেট আসলাম মিয়া। দলকে বাঁচাতে হলে তৃণমূলের সিদ্ধান্তকেই অগ্রাধিকার দিতে হবে।