ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কনস্টেবলকে মাদককারবারির ছুরিকাঘাত

কনস্টেবলকে মাদককারবারির ছুরিকাঘাত

যশোরের শার্শা উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় মাদক কারবারি রুবেলের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহত কনস্টেবল আবুল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে তিনি আশঙ্কামুক্ত। গত শনিবার গভীর রাতে নাভারণ-বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদেরভিত্তিতে শার্শা থানার একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন মাদক কারবারি রুবেলকে আটক করা হয়। এ সময় হ্যান্ডকাফ পরানোর মুহূর্তে হঠাৎ ছুরি বের করে কনস্টেবল আবুল হোসেনকে আঘাত করে তিনি পালিয়ে যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত