
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় শিয়ালের কামড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত শনিবার আসরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে হঠাৎ ছুটে গিয়ে কয়েকজনকে কামড়ে দেয় শিয়ালটি। ঘটনাটি জানা জানি হলে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতরা হলেন- পাথরঘাটা গ্রামের জান্নাত আক্তার, জাহানারা বেগম, বকুল বেপারী, ফিরোজা বেগম ও সাহানা আক্তার। এদের মধ্যে সাহানা আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য চারজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।