ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের দাফন সম্পন্ন

কক্সবাজারের উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেম (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল রোববার ভোর সাড়ে ৬টার দিকে কক্সবাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বিকাল সাড়ে ৪টায় মরিচ্যাপালং মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসন মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন এবং রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করেন। অনুষ্ঠানে উখিয়া থানার ওসি জিয়াউল হকসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নূর আহমদ আনোয়ারী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, মুক্তিযোদ্ধা সংসদের নেতারা, মুক্তিযোদ্ধার সন্তানসহ অন্যান্য স্বজনরা। মরহুমের নামাজে জানাযা শেষে পশ্চিম মরিচ্যা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত