
রংপুরের আঞ্চলিক ইজতেমার মাঠে বয়স ও ঠান্ডাজনিত সমস্যায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। গতকার বৃহস্পতিবার দুপুরে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ থানার সাঈদুর রহমান (৫৮)। অন্যজন টাঙ্গাইল জেলার তারা মিয়া (৬২)। টাঙ্গাইল জেলার মুসল্লি তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন। ইজতেমা ময়দানে বাদ জোহর তাদের জানাজা অনুষ্ঠিত হয়। রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় কয়েক লাখ মুসল্লি নিয়ে গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। ইজতেমা মাঠের জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন বলেন, ইজতেমার মাঠে বয়স ও ঠান্ডাজনিত কারণে দুজন মুসল্লির মৃত্যু হয়। রংপুর মহানগর পুলিশের পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, ইজতেমার মাঠে শ্বাসকষ্টজনিত কারণে দুজন মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের দুজনের মৃত্যুই স্বাভাবিক।