ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ঝুলন্ত লাশ উদ্ধার

ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শামিমা খাতুন (৩৫) নামে এক স্বামী পরিত্যক্তা নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালসার গ্রামে। শামিমা খাতুন ওই গ্রামের মৃত ফরজ আলীর মেয়ে। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা রান্নাঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় শামিমাকে ঝুলতে দেখেন। তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত