
ভোলার বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মো. হারুন (৫৫) নামের এক বালু ব্যবসায়ীর দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকার শনিবার সকালে উপজেলার তেঁতুলিয়া নদীতে থেকে তাকে আটক করা হয়। হারুন ভোলা সদর উপজেলার বাপ্তা এলকার সুলতান আহমদের ছেলে।
উপজেলা ভূমি কর্মকর্তা এমএ রেজমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তেঁতুলিয়া অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় একটি ড্রেজারসহ আটক করা হলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ তাকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এ সময় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।