ঢাকা রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

আলমডাঙ্গায় আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গায় আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে আ.লীগের ৩ জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর ৫টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেউ অভিযান চলে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বগাদিগ্রামের মৃত জব্বার আলী বিশ্বাসের ছেলে সাজিবুল রহমান, একই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং অনুপ নগর গ্রামের মৃত মরজেম হোসেনের ছেলে সারাফত আলী ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি এবং খোরদ গ্রামের বদরুদ্দিনের ছেলে ও ওয়াদুদ আলী।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল ঘটন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত