ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কৃষককে গলা কেটে হত্যা

কৃষককে গলা কেটে হত্যা

নেত্রকোনা সদরের নাড়িয়াপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হেলাল উদ্দিন (৫৮)। তার স্ত্রী বেদেনা আক্তার একই ঘরে ঘুমাচ্ছিলেন। ভোর চারটায় উঠে প্রতিবেশী রফিকুল ইসলামকে ডেকে নিয়ে স্বামী খুন হওয়ার ঘটনাটি জানান তিনি। পুলিশ জানায়, গত শনিবার রাতে হেলাল উদ্দিন তার স্ত্রী বেদেনা আক্তারের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন। গতকাল রোববার ভোরে স্ত্রী উঠে ঘরে স্বামীকে জবাই করা অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত