
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক এই সদস্য ২০২৪ সালে আ.লীগ সরকারের ডামি নির্বাচনে ঈগল প্রতীকে অংশ নিয়ে দল থেকে বহিষ্কার হন। গতকাল রোববার ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতের বিচারক মো. সিফাত উল্লাহ এ আদেশ দেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় সাবেক এই এমপি আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় সংশ্লিষ্ট বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক (ওসি) পীরজাদা শেখ মো. মোস্তাসিনুর রহমান বলেন, আদালতে আত্মসমর্পণের পর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে এ মামলাটি করেন মো. আমীর হোসেন নামে এক ব্যক্তি।