ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

লালমোহনে কৃষি উপকরণ বিতরণ

লালমোহনে কৃষি উপকরণ বিতরণ

ভোলার লালমোহনে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২৫ কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমোহন উপজেলা কার্যালয় থেকে এ উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন। উপকরণের মধ্যে ছিল চারা ৪টি, পানির ঝাঝরী ১টি, ইউরিায়া ১০ কেজি, ডিএপি ৫ কেজি, এমপিও ৪ কেজি, জিপসাম ৫ কেজি, বীজ ১৫ প্যাকেট, বীজ সংগ্রহের পাত্র ৩টি, গার্ডেন নেট ১টি, সাইন বোর্ড ১টি।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু হাসনাইন এ সময় বলেন, পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এ বছর লালমোহন উপজেলায় ২৫ জন কৃষককে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছি। কৃষকের নিজের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ ও অতিরিক্ত সবজি বিক্রি করে নগদ অর্থ উপার্জন করার লক্ষ্যে এ প্রকল্পটি চলমান রয়েছে। এক শতাংশ জমিতে উৎপাদনের জন্য এসব উপকরণ বিতরণ করা হয়েছে। আশা করছি কৃষকগণ এতে উপকৃত হবেন। এছাড়া উপজেলা কৃষি অফিস হতে সার্বক্ষণিক বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান সুমন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত