
শনিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে সমিতির সদস্যদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি’র চেক বিতরণ করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম ১২ হাজার করে ১১ জনকে এবং ১ জনকে ৮ হাজার টাকা মোট ১ লাখ ৪০ হাজার টাকার শিক্ষা অনুদানের চেক বিতরণ করতে গিয়ে বলেন, সন্তানদের সঠিকভাবে পরিচর্যা করতে প্রতিটি অভিভাবককে সচেতন হতে হবে। প্রবীণরা সমাজে বোঝা নয়, তারা দেশের সম্পদ। তাদের মূল্যায়ন করতে আমাদের সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আমজাদ হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির কোষাধ্যক্ষ ফসিউদ্দিন আহমেদ। এ সময় কমিটির নির্বাহী সদস্য সেলিনা খাতুন, রওশন আরাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।