
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন ছবক ও কোর্স সমাপনী সনদ বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উদ্যোগে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উপ-পরিচালক এসএম হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শ্রীপুর লজ্জাতুননেচ্ছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেমায়েত উদ্দিন এবং ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন।