
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশে পুলিশের পৃথক পৃথক টিম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়- গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।