
?তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও আত্মনির্ভরশীল মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে অলরাউন্ডার প্রশিক্ষণের ৯ম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে নবীনগর পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। জানা যায়, তরুণদের ইতিবাচক মানসিকতা গড়ে তোলা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা উন্নয়নের বাস্তব দিকনির্দেশনা প্রদানই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
এতে মোট ৫৬ জন তরুণ-তরুণী নিয়মিত অংশগ্রহণ করে। স্বাগত বক্তব্য দেন সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি। তিনি বলেন, তরুণদের আত্মনির্ভরশীল হতে হলে দক্ষতা ও উদ্যোক্তা মানসিকতা বিকাশের বিকল্প নেই। এ লক্ষ্যে সার্বজনীন গ্রুপ ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।