
রংপুরের কাউনিয়ায় বাসের ধাক্কায় জামিরুল ইসলাম (৩৬) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিরুল ইসলাম উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। এদিকে অটোচালক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় আড়াই ঘণ্টা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এতে করে শত শত যানবাহন আটকে পরে তীব্র যানজট সৃষ্টি হয়। বিকেলে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।