ঢাকা রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সোনাগাজীতে শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন

সোনাগাজীতে শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন

সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের মনগাজী ফাতেমা করিম স্কুল এন্ড কলেজ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে মনগাজী ফাতেমা করিম স্কুল এন্ড কলেজ কনফারেন্স রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর মোহাম্মদ আবুল কাশেম। হাফেজ আহমদ করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফাতেমা করিম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা হাফেজ আহমদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল কবির, রেইনবো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.খন্দকার নাজমুল হক, জেলা শিক্ষা অফিসার মো. সফি উল্লাহ, ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, এনায়েত উল্লাহ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বাবু নিতাই চরন ভৌমিক। মাস্টার বেলাল হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- ফাতেমা করিম স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়র মোহাম্মদ ফখরুদ্দিন, সদস্য আবদুল মান্নান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত