
অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে শিবিরের এক বহিষ্কৃত নেতাকে আটক করেছে বিজিবি। লালমনিরহাট পাটগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ ওই যুবক আটক হয়। তিনি জেলার পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি এবং উপজেলার সীমান্তপাড়া এলাকার বজলার রহমানের ছেলে।
গতকাল শনিবার বিজিবি তার বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করেছেন। এর আগে শনিবার ভোরে জেলার পাটগ্রাম উপজেলার তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহল দল ওই অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার আউলিয়ার হাট নামক স্থানে সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালায় বিজিবি। এ সময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যান। আটক আতিকের কাছ থেকে ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় ধারালো ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।