
নেত্রকোনার মদনে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ২২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার মদন সদর ইউনিয়নের ধনপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার জানান,‘ধনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে কয়েকদিন আগেও সংঘর্ষ হয়েছে। আগের ঘটনায় মামলা চলমান। গতকাল সকালে আবার সংঘর্ষের খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি।