
দৈনিক আমার দেশের কক্সবাজার স্টাফ রিপোর্টার আনছার হোসেনের ছোট ছেলে রিতাজ হোসেন (১৩) ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এর আগে মাত্র দুই মাস ১৩ দিন আগে রিতাজের মা ও আনছার হোসেনের সহধর্মিণী রোকসানা বেগম আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। পরপর দুইটি অপূরণীয় শোকে গভীরভাবে মর্মাহত পুরো সাংবাদিক পরিবার ও সহকর্মীরা।
গত শনিবার রাত সাড়ে ৮টায় কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুবরণ করে। পারিবারিক সূত্রে জানা যায়, রিতাজ হোসেন পঞ্চম শ্রেণি শেষ করে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।
মাতৃহারা শিশুটিকে পড়াশোনার প্রস্তুতির জন্য ফুফির সঙ্গে চট্টগ্রামে রাখা হয়েছিল। সেখানে হঠাৎ করে বমি ও শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করে পিআইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তার অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে লাশ কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়াছড়া এলাকার পারিবারিক বাসভবনে নিয়ে আসা হয়। রিতাজ হোসেন ছিলেন আনছার হোসেনের দুই ছেলের মধ্যে ছোট। অল্প বয়সেই মায়ের পর ছেলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ছেলে হারিয়ে শোকাহত আনছার হোসেন বলেন, দুই মাসের ব্যবধানে স্ত্রী ও সন্তানকে হারিয়ে আমি বাকরুদ্ধ। আল্লাহ যা করেছেন, নিশ্চয়ই তার মধ্যে কোনো হিকমত রয়েছে। সহকর্মী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে আমার সন্তানদের জন্য দোয়া কামনা করছি। রিতাজ হোসেনের মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।