ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপি ছাড়লেন ঈশ্বরগঞ্জের সাবেক এমপি শাহীন

বিএনপি ছাড়লেন ঈশ্বরগঞ্জের সাবেক এমপি শাহীন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবির শাহীন। ২০০১ সালে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছিলেন তিনি। দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবনের ইতি টেনে তিনি এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।

গতকাল রোববার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেন সাবেক এমপি নূরুল কবীর শাহীন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর পাঠানো পদত্যাগ পত্রের একটি কপি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন। দলীয় পদ ছাড়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শাহীন বলেন, তিনি গত ৪৩ বছর ঈশ্বরগঞ্জের মানুষের জন্য রাজনীতি করেছেন। দলগত পরিচয় না থাকলেও সাধারণ মানুষের সেবায় তিনি আগের মতোই পাশে থাকবেন। অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আপাতত স্বতন্ত্র হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে এখনও চূড়ান্ত কিছু ভাবেননি।

শাহ্ নূরুল কবির ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাঁকনহাটি গ্রামের বাসিন্দা। ২০০১ সালে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছিলেন তিনি। ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব রিদওয়ান আহমেদ বলেন, গত ৪৩ বছর বিএনপির আদর্শে রাজনীতি করার পর হঠাৎ কেন নির্বাচনের আগ মুহূর্তে উনাকে দল ছাড়তে হলো? দলীয় মনোনয়ন না পাওয়াটাই ছিল উনার পদত্যাগের মূল কারণ। ২০০১ সালে এমপি হওয়ার পর দীর্ঘদিন দলের সুযোগ-সুবিধা ভোগ করলেও, যখন দলের পাশে থাকা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই উনি সরে দাঁড়ালেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত