ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কাতারে বাংলাদেশিদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান

কাতারে বাংলাদেশিদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান

কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের উদ্বিগ্ন না হয়ে সতর্কতা, শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে। গতকাল কাতারের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করে। এতে উল্লেখ করা হয়, গত সোমবার সন্ধ্যায় কাতারে সংঘটিত উদ্ভূত পরিস্থিতিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস কাতারে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক ও তাদের পরিবাবর্গকে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দিয়েছে। যদিও ঘটনা পরবর্তী কাতার সরকারের বিবৃতি অনুযায়ী পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের উদ্বিগ্ন না হয়ে সর্তকতা, শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের কাতারের প্রচলিত আইনকে সম্মান জানিয়ে সোমবার সংগঠিত ঘটনাসহ কাতারের স্বার্থ ও প্রচলিত আইন বিরোধী যেকোন ঘটনার ছবি, ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার ও আপলোড করা থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত