সারাদেশের কারাগারে ৪২ হাজার ৮৭৭ জন বন্দির ধারণক্ষমতা থাকলেও বর্তমানে কারাগারগুলোতে মোট বন্দির সংখ্যা ৭০ হাজার ৬৫ জন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। গতকাল সোমবার দুপুরে ঢাকার বকশীবাজারে কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু গ্রেপ্তারের পর এখন কারাগারে আছেন। সম্প্রতি তার লেখা চিরকুট সোশ্যাল মিডিয়ায় এসেছে। তিনি এ জন্য মোবাইল ফোন ব্যবহার করেছেন। ফ্লেক্সিলোড ও বিকাশ করেছেন কারারক্ষীর ফোনে।
এ ব্যাপারে জানতে চাইলে কারা মহাপরিদর্শক ব্যাখ্যা করে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এরপর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। ওনি আমাদের স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন, ওনি যখন আদালতে এসেছিলেন তখন ওই চিরকুটটি লিখেছেন। প্রিজনভ্যানে যাওয়ার সময় ওটা কারও না কারও উদ্দেশে থ্রো করেছেন। তিনি বলেন, মোবাইল ফোনে যোগাযোগের ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। অবৈধ ফোন ব্যবহারের কথা হয়তো তিনি হাইড করছেন। তবে তার মতো সব বন্দিই কিন্তু নিয়মানুযায়ী সাতদিন পরপর পরিবার ও আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারেন।
সম্প্রতি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর ঘোষণা দিয়ে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিবৃত করতে ব্যর্থ হয়েছেন। বিক্ষোভে যাদের দেখা গেছে তাদের অনেকে জেল পলাতক আসামি। এ ব্যাপারে জানতে চাইলে কারা মহাপরিদর্শক বলেন, এ মুহূর্তে জঙ্গি বা তথাকথিত জঙ্গি মাত্র ছয় জন পলাতক। বাকি পলাতকদের মধ্যে কাউকে সেখানে বিক্ষোভে দেখা গেছে কি না তা আমরা নিশ্চিত নই। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, আর্থিক লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গত সাত মাসে কারাগারে দায়িত্বরত ১২ জনকে চাকরিচ্যুত করাসহ ৮২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কারা অধিদপ্তর। যাদের মধ্যে কারারক্ষী, প্রধান কারারক্ষী ও সার্জেন্টসহ বিভিন্ন পদবির কয়েকজন রয়েছেন। এছাড়া ছয়জনকে বাধ্যতামূলক অবসর, ৮৪ জনকে সাময়িক বরখাস্ত ও ২৭০ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।
‘এছাড়া ২৬০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা, ২৯ জনকে কৈফিয়ত তলব, ২১ জনকে চূড়ান্ত সতর্ক, ৩৯ জনকে তাৎক্ষণিক বদলি এবং ১০২ জনকে প্রশাসনিক কারণে বিভাগের বাইরে বদলির কথা জানিয়েছে অধিদপ্তর।’ কারাগারের বন্দি ব্যবস্থাপনার মানোন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর নানামুখী উদ্যোগের কথা তুলে ধরে ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন বলেন, দেশব্যাপী বন্দি সংক্রান্ত যে কোনো তথ্য সংগ্রহের জন্য হটলাইন, বন্দিদের সঙ্গে সাক্ষাতে ভোগান্তি কমাতে ডিজিটাল ভিজিটর ম্যানেজমেন্ট ও অভ্যন্তরীণ বন্দি ব্যবস্থাপনা সহজ করতে সফটওয়্যার চালু করা হয়েছে।