ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ড্যাফোডিলের আয়োজনে ডিজিটাল ফরেনসিকের ওপর পুলিশের বিশেষ প্রশিক্ষণ

ড্যাফোডিলের আয়োজনে ডিজিটাল ফরেনসিকের ওপর পুলিশের বিশেষ প্রশিক্ষণ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাভার ও আশুলিয়া থানার প্রায় ৫০ জন কর্মকর্তার অংশগ্রহণে ‘হাতে-কলমে ডিজিটাল ফরেনসিক প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল অপরাধ তদন্ত ও ফরেনসিক বিশ্লেষণে হাতে-কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জনে কর্মশালায় ব্যবহারিক সেশন, রিয়েল-টাইম ডেমো এবং আন্তর্জাতিক মানের ফরেনসিক টুলসের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। গতকাল শনিবার সাভারের বিরুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগ ও সাইবার সিকিউরিটি সেন্টারের (সিএসসি) যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজনটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান মাহমুদ, সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. রুবায়েত ইসলাম। একইসঙ্গে অতিথি প্রশিক্ষক হিসেবে সেসময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবুনালের (বাংলাদেশ) অ্যাসিসটেন্ট অ্যাটর্নি জেনারেল এবং ব্যাকডোর প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তানভির হাসান জোহা।

এ সময় কর্মশালার বিশেষ অংশ হিসেবে সিএসসি-এর তৈরি কমিউনিটি অ্যাপ ‘কমপ্লেইন ম্যানেজমেন্ট সার্ভিস’ এর ‘ইনসাইটপোল বাই সিএসসি-ডিআইইউ’ ডেমোনস্ট্রেশন তুলে ধরা হয়। এটি মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসনের ডিজিটাল অভিযোগ ব্যবস্থাপনায় কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে মনে করেন অতিথিরা। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শেখ মো. আল্লাইয়ার ‘ডিআইইউ স¥ার্ট প্রক্টর’ অ্যাপের বিভিন্ন প্রাসঙ্গিক দিক উপস্থাপন করেন, যা আর্টিফিসিয়াল ইন্টেলিন্সের (এআই) মাধ্যমে পরিপূর্ণভাবে মনিটরিং সিস্টেম চালু রাখতে দেশের প্রশাসনের সহায়ক হতে পারে বলে ধারণা করছেন আলোচকরা। এই কর্মশালাটি সিএসসি-এর সামাজিক পদক্ষেপ বা কার্যক্রম হিসেবে আয়োজিত হয়, যার লক্ষ্য হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্তে সক্ষম করে তোলা এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে মাঠ পর্যায়ের বাস্তব প্রয়োগের একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তোলা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত