ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

‘জুলাই অভ্যুত্থান’ উদযাপন করবে এবি পার্টি

৩৬ দিনব্যাপী কর্মসূচি
‘জুলাই অভ্যুত্থান’ উদযাপন করবে এবি পার্টি

আত্মজাগরণ, আত্মবিশ্লেষণ ও দৃঢ় প্রতিশ্রুতির মাধ্যমে এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি) ঘোষণা দিয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচির। গতকাল শুক্রবার সকালে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলীয় চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের বৈধ উপায় নির্বাচন, কিন্তু দীর্ঘকাল ধরে ক্ষমতাসীনরা তা পাশ কাটিয়ে জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। তিনি পাকিস্তানি শাসন থেকে শুরু করে শেখ হাসিনার সরকারের পতন পর্যন্ত উদাহরণ টেনে বলেন, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়নি, বরং হাজারো শহীদের রক্ত দিয়ে রচিত হয়েছে তার পতনের ইতিহাস। তিনি আরও বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, একাত্তর, নব্বই ও চব্বিশের সংগ্রামী চেতনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকে নতুন ভিত্তির উপর দাঁড় করাতে হবে।

এ জন্য একটি জাতীয় ঐকমত্য গড়ে তোলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। পরে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, এবিএম খালিদ হাসান, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, নারী উন্নয়ন সম্পাদক ফারাহ নাজ সত্তার, অ্যাডভোকেট শরণ চৌধুরীসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত