আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (বিডব্লিউএবি) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উক্ত অ্যাসোসিয়েশন এর সভাপতি (মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর প্রাক্তন এমডি ও সিইও) কাজী মো. শফিকুর রহমান। সভায় অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মো. এমদাদ হোসেন, এক্সিকিউটিভ কমিটি, কন্সালটেটিভ কমিটি, কোঅর্ডিনেটর টিম মেম্বার ও ব্যাংক রিলেশনশিপ রিপ্রেজেনটেটিভরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মহান শহিদ দিবস এর পটভূমি ও গুরুত্ব এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। তাছাড়া, ২০২৪ সন ব্যাপী অ্যাসোসিয়েশন এর উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য ১০ জন সদস্যকে মূল্যায়ন করে প্রশংসাপত্র প্রদান করা হয়।