ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ

মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০২৪-২৫ অর্থবছরে দেশি প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দ্বীনেশ চন্দ্র মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেসা সুমি এবং মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবির প্রমুখ।

উল্লেখ্য, প্রকল্পটির মূল লক্ষ্য হলো মাছ ও শামুক আহরণে নিয়োজিত মৎস্যজীবীদের জীবিকায় বিকল্প সহায়তা প্রদান এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা। এ লক্ষ্যে ১৭০ জন জেলেদের মধ্যে গাভী, মাছের পোনা, মাছ চাষের সরঞ্জাম ও মাছের খাবার বিতরণ করা হয়। এই বকনা বাছুর বিতরণ কর্মসূচির মাধ্যমে মৎস্যজীবীরা খামার গড়ে তুলতে সক্ষম হবেন এবং এতে তাদের আয় ও জীবনমান উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত