বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ও মধুখালী উপজেলা স্কাউট শাখার আয়োজনে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউট নির্বাহী কমিটির সভাপতি মো. আবু রাসেল। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্কাউট লিডার উৎপল কুমার ভৌমিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান।