‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যে শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অফিস আঙিনায় জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসএম রাফেউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী পরিচালক মো. তারিক হাসানসহ অন্যান্য জেলা কর্মকর্তা ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মেলায় বিষমুক্ত দেশীয় ফলের বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ কৃষি বিভাগের কর্মকর্তারা। মেলা উদ্বোধন শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন, বিদেশি ফলের আগ্রাসনে হারিয়ে যেতে বসেছিল আমাদের দেশীয় ফল। গত কয়েক বছরের তুলনায় বর্তমানে গ্রামাঞ্চলে দেশীয় ফল বেশি পাওয়া যাচ্ছে।