ময়মনসিংহের ভালুকায় বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও নেশা জাতীয় ইনজেকশনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গত রোববার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মাষ্টারবাড়ী এলাকায় চেকপোস্ট অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মেদুয়ারীর ইউনিয়নের মৃত শিরুর পুত্র মো. আতিকুর রহমান(৩৫), উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র মো. মনিরুজ্জামান (৩০) ও নেত্রকোনা জেলার কাতলী এলাকার আ. হাকিম এর পুত্র মো. ফারুক মিয়া।