বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কাব কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠ এবং চরনিখলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন। বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং ঈশ্বরগঞ্জ উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত কার্নিভালে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত ১৮০ জন কাব স্কাউট ও ৩০ জন লিডার অংশগ্রহণ করেন।