টাঙ্গাইলের সখীপুরে বিষাক্ত সাপের কামড়ে সাদ্দাম হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড গড়গোবিন্দপুর পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম ওই এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে সবার সাথে খাওয়া-দাওয়া শেষ করে সাদ্দাম হোসেন ঘরের মেঝেতে বসে মোবাইল চালাচ্ছিল, একপর্যায়ে তার পায়ে বিষধর সাপ কামড় দেয়। তাৎক্ষণিকভাবে তাকে সখীপুরের আলমগীর মেডিকেল হলে নিয়ে যাওয়া হয়।