ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কাবরেরাই থাকছেন জামালদের কোচ

কাবরেরাই থাকছেন জামালদের কোচ

অবশেষে জাতীয় দলের প্রধান কোচ জিসেবে হাভিয়ের কাবরেরাতেই আস্থা রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লাল-সবুজের খেলার চরিত্র বদলে দেয়া এই স্প্যানিশ কোচের সঙ্গে সাড়ে ১৫ মাসের চুক্তি করেছে বাফুফে। ২০২২ সাল প্রথম কাবরেরার হাতে ওঠে বাংলাদেশ দলের দায়িত্ব।

এরপর থেকেই তিনি দলটির একটি চরিত্র দাঁড় করানোর চেষ্টা করেছেন। ডিফেন্সিভ ফুটবল খেলানো বাদ দিয়ে খেলোয়াড়দের মধ্যে অ্যাটাকিং ফুটবল খেলার মানসিকতা তৈরি করেছেন। দলের সামর্থ্য সীমিত হলেও এ দিয়ে যে চিত্তাকর্ষক ফুটবল খেলা যায়, সেটা দেখিয়েছেন এই স্প্যানিশ কোচ।

তার বড় প্রমাণ হয়ে আছে, ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ১৪ বছর পর বাংলাদেশ সাফের সেমিফাইনালে পৌঁছেছে তার অধীনে। তাছাড়া ফুটবলারদের সঙ্গেও তৈরি হয়েছে তার চমৎকার বোঝাপড়া। দলের বেশিরভাগ ফুটবলারই চান এই কোচকে। এরপরও গত ডিসেম্বরে তার চুক্তি শেষ হওয়ার পর হাভিয়ের কাবরেরার সঙ্গে নতুন করে চুক্তি করা নিয়ে বেশ দ্বিধায় ছিল বাফুফে। তারা কম দামি কোচ খুঁজছিল চারদিকে। হামজা চৌধুরীর মতো ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার খেলতে আসছেন আর তারা কি না খুঁজছে কম দামের কোচ! ব্যাটে-বলে না মেলায় শেষ পর্যন্ত কাবরেরার সঙ্গেই নতুন চুক্তি করেছে বাফুফে।

এ ব্যাপারে বাফুফের এক নির্বাহী সদস্য বলেছেন, ‘বাফুফের সভাপতির সঙ্গে জুম মিটিং হয়েছে, সেখানে সভাপতিই এই খবর দিয়েছেন। কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি চূড়ান্ত হয়ে গেছে।’ অথচ সংবাদমাধ্যমকে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার দোহাই দিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের। ইমরান জানিয়েছেন, কোচের চুক্তি হয়েছে কি না বাফুফে সভাপতিই জানাবেন। এদিকে এই স্প্যানিশ কোচের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে বাফুফে। ২০২৫ সালের ১৫ জানুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত তৃতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্বে থাকবেন হাভিয়ের কাবরেরা। এই সময়ের মধ্যে এশিয়ান কাপ বাছাইয়ের ৬ ম্যাচ খেলবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, সিঙ্গাপুর ও হংকং।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত