এক নয়, সাবিনা খাতুনদের ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলারের মেয়াদ আরো দুই বছর বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সংবাদ মাধ্যমের কাছে নিশ্চিত করেছেন ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়েদের কোচ থাকবেন বাটলার। যদিও বাটলারকে রাখা নিয়ে মেয়েদের একাংশের আপত্তি ছিল আগে থেকেই। কিন্তু বাফুফে তাতে কোনো কর্ণপাত করেনি। বরং সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাটলারের কাজে খুশি হয়েই দুই বছরের জন্য নতুন করে এই চুক্তি করা হয়েছে। এদিকে জামাল ভূঁইয়াদের কোচ হাভিয়ের কাবরেরা ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত থাকবেন। এশিয়ান কাপ বাছাইপর্ব পর্যন্ত তাকে লাল সবুজ দলের কোচ রাখা হয়েছে। নতুন করে চুক্তিও হয়ে গেছে।