ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ছেলের সামনে ভালো খেলে আপ্লুত তামিম

ছেলের সামনে ভালো খেলে আপ্লুত তামিম

২২ গজ যখন চার-ছক্কা মারছেন তামিম ইকবাল, গ্যালারিতে তখন তালি দিচ্ছে তার ছেলে আরহাম ইকবাল। ক’দিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের বিদায় ঘোষণা বার্তায় উল্লেখ ছিল এই ছেলের কথাই। তার প্রতি ছিল বাবার আবেগঘন বার্তা। সেই ছেলে এবার মাঠে বসে উপভোগ করল বাবার ফিফটি। ছেলের সামনে ভালো খেলতে পেরে ভালো লেগেছে তামিমেরও। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে ঢাকা ক্যাপিটালসকে ১৩৯ রানে আটকে রেখে ৮ উইকেটের জয় পায় ফরচুন বরিশাল। বোলারদের কার্যকর পারফরম্যান্সের পর ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন তামিম। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে তিনি আউট হন দলকে জয়ের কাছে নিয়ে গিয়ে। ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতি পান বরিশাল অধিনায়ক। ম্যাচ চলার সময় গ্যালারির দর্শকদের সঙ্গে মিশে বরিশালের পতাকা হাতে উল্লাস করতে দেখা যায় নামির ও আরহামকে। দর্শকদের সঙ্গে মিলিয়ে তারা দুজনও গলা ফাটায় ‘বুম বুম তামিম’ স্লোগানে। তামিম ফিফটি ছুঁলেন, টিভি সম্প্রচারে টি-স্পোর্টসের সঞ্চালককে তখন দেখা গেল গ্যালারিতে সেই বিশেষ দুই দর্শকের পাশে। তার এক পাশে তামিমের ছেলে আরহাম, আরেক পাশে তামিমের বড় ভাই ও সাবেক ক্রিকেট নাফিস ইকবালের ছেলে নামির ইকবাল। তামিম বিদায়ী বার্তায় লিখেছিলেন, তার ছেলে বাবাকে আবার জাতীয় দলে দেখতে চেয়েছিল। সেই ছেলেকে এবার জিজ্ঞেস করা হয় বাবার অবসর নিয়ে। মাঠে যখন থিসারা পেরেরা বলে ছক্কা মারছেন তামিম, ঠিক সেই সময় গ্যালারিতে আরহাম জানিয়ে দেয় তার চাওয়া, ‘আমি চাইনি তিনি অবসর নিক তবে এখন আমি চাই তিনি বিপিএল খেলে যাক।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত