ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মেয়েদের বিপিএল ফেব্রুয়ারিতে

মেয়েদের বিপিএল ফেব্রুয়ারিতে

নারীদের বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফেব্রুয়ারিতে তিন দল নিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে নারীদের বিপিএল। যেখানে একজন করে বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ রেখেছে আয়োজকরা। ডাবল লিগ পদ্ধতিতে হবে এই প্রতিযোগিতা। তিন দল দুইবার করে একে অন্যের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। সাত ম্যাচের প্রতিযোগিতা শেষ হবে নয় দিনে। চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এ খবর নিশ্চিত করেছেন। এই ব্যাপারে ফাহিম বলেন, ‘বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল আমরা নারীদের ক্রিকেটকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়টাকে মাথায় রেখে, নারীদের জন্য একটা বিপিএল করা যায় কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করবো। আমরা ওমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করবো। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা হয়েছে। এটা বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে। ৮-৯ দিনের ভেতরে শেষ হবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত