২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করেছিল পাকিস্তান ও বাংলাদেশ। আইসিসির এই বৈশ্বিক আসরে সেবারই প্রথম সেমিফাইনালে খেলেছিল লাল সবুজ্ব দল। তবে শেষ পর্যন্ত ট্রফি জিতে নিয়েছিল পাকিস্তান। কিন্তু এবারের আসরে এই দুই দলের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখি। ভারতের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পর আসরে টিকে থাকতে গত সোমবারের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে জ্বয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। কিন্তু ‘ডু অর ডাই’ ম্যাচটিতে ৫ উইকেটে হেরেছে নাজ্বমুল হোসেন শান্তর দল। তাতে এক ম্যাচ হাতে রেখেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তবে বাংলাদেশ একাই ডোবেনি। একই সঙ্গে সেমির সম্ভাবনা শেষ হয়েছে আয়োজ্বক পাকিস্তানেরও। এই গ্রুপ থেকে পরের পর্ব তথা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশের বিদায় নিশ্চিত হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিছুদিন আগেই বিসিবির পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ্ব করে যাওয়া মহসিন শেখ। সদ্য সমাপ্ত বিপিএলেও ছিলেন তিনি। টাইগার ক্রিকেটের সঙ্গে পরিচিত এই অ্যানালিস্টের ভাষ্য, বাংলাদেশ ও পাকিস্তান একই সূত্রে গাঁথা এবং তারা আগামী দিনে জিম্বাবুয়ে হওয়ার পথেই আছে। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে বরাবরই নড়বড়ে বাংলাদেশ, কিছুটা সাফল্য বলতে একদিনের ক্রিকেটে।