ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আইপিএলের মাঝেই পিএসএলের সূচি

আইপিএলের মাঝেই পিএসএলের সূচি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠবে আগামী ১১ এপ্রিল। একই সময়ে চলবে অন্যতম জনপ্রিয় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের পিএসএল-আইপিএলের এই সাংঘর্ষিক সূচির আভাস আগেই পাওয়া গিয়েছিল। সেটি সত্যি হলো পাকিস্তানের টুর্নামেন্টটির পূর্ণাঙ্গ সূচি ঘোষণার মধ্য দিয়ে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে এই আসর শুরু হবে। পিএসএলের উদ্বোধনী ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। সবমিলিয়ে এই আসরে ৩৪টি ম্যাচ হবে ৪ ভেন্যু রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে। ১৩ মে রাওয়ালপিন্ডি এবং ১৪ ও ১৬ মে লাহোরে প্লে-অফ ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে। আর ফাইনাল হবে ১৮ মে, লাহোরে।

১৮০০ কোটি টাকা ব্যয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম সংস্কার করা হয়েছিল চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। যেখানে এবারের পিএসএলে সর্বোচ্চ ১৩টি ম্যাচ রাখা হয়েছে। এ ছাড়া রাওয়ালপিন্ডিতে ১১, করাচি এবং মুলতানে হবে সমান ৫টি করে ম্যাচ। ৩৮ দিনব্যাপী এই প্রতিযোগিতায় কেবল ৩দিন দুটি করে ম্যাচ হবে, বাকি সময়ে দিনে হবে একটি করে ম্যাচ। সূচি ঘোষণায় পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের জানিয়েছেন, ‘আমরা পাকিস্তান সুপার লিগের ঐতিহাসিক দশম আসরের সূচি ঘোষণায় রোমাঞ্চিত। গত ১০ বছরে এই টুর্নামেন্ট বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য ও স্বীকৃত প্রতিযোগিতায় পরিণত হয়েছে। যেখানে পাকিস্তানের ক্রিকেটীয় প্রতিভার প্রদর্শনী হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত